একজন মধ্যবৃত্ত পরিবারের বাবার গল্প।

একজন মধ্যবৃত্ত পরিবারের বাবা,,,,
❑মধ্যবিত্ত পরিবারের একজন 'বাবা' . মধ্যবিত্ত পরিবারের একজন বাবা তার সংসার ঠিক মত চালিয়ে নিতে কত কিনা করে। ছেলে/মেয়ের পড়ার খরচ সব কিছুই একজনের ঘারে থাকে। অামরা ছেলেরা কি সেই বাবার দুঃখ বুঝি? বাবার টি শার্টে হাজারো তালি দেয়া পুরোনো প্যান্ট পরে অফিসে যাওয়া সারাদিন ব্যস্ততার পর যখন বড় বড় রেস্টুরেন্টের সামনে দিয়ে ফিরে অাসে যখন জিবে চল অাসলেও পকেট সেটা অাটকে দেয়। . বাবার হাতের ঘড়িটা কতদিন ধরে নষ্ট হয়ে পরে অাছে, সেটা ঠিক করেনা টাকা নষ্ট হবে বলে। তাই প্রতিদিন দেরি করে অফিসে গিয়ে সকাল বেলা বসের হুমকি খাওয়া। অাচ্ছা অামরা কি বুঝতে পারি? বাবা দুপুরে রেস্টুরেন্টে লান্চ করলে ২০০/টাকা খরচ হবে সেই ২০০টাকা বাচানোর জন্য ২কিলোমিটার রাস্তা হেটে বাসায় অাসে দুপুরের খাবারের জন্য . তার কোন ইচ্ছে থাকুক বা না থাকুক কিন্তু অামাদের সব ইচ্ছে পুরোনের সাথে তিনিই থাকেন, শুধু অামরা একটু ভালো থাকবো বলে তার ভালো থাকাকে লুকিয়ে রাখেন। যে বাবার মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে.. সেই টাকা নিয়ে অামরা বন্ধুদের সাথে মাস্তি করি গ্রালফ্রেন্ডের পিছনে খরচ করি। . কিন্তু কখনো সেই বাবার দুঃখ বুঝার চেষ্টা করিনা। অামরা হাজারো ভূল করি, কিন্তু সেই বাবা অামাদের ভবিষ্যৎের কথা চিন্তা করে সব সহ্য করে নেয়। অামরা যখন রাগের মাথায় বাবার সাথে খারাপ ব্যবহার করি তখন শেষ রাতে অন্ধকার কে সাক্ষী করে কাদে। সেই কাদার সব্দটা কি অামরা শুনি? . জীবনে হয়তো সেই বাবার প্রয়জন একদিন ফুরিয়ে যাবে, অার সেই বাবাকে বিদ্যাশ্রমে রেখে অাসতে বিবেকে বাধে না? কিভাবে ভুলে যাও সেই মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে উঠা একটি সাধারন ছেলে তুমি। . এটা কি চিন্তা করো না? তুমি যেমন তোমার বাবাকে বিদ্যাশ্রমে রেখে এসেছো ঠিক একদিম তোমার ছেলে তোমাকে বিদ্যাশ্রমে রেখে অাসবে। . তোমার জন্য করা বাবার কষ্টগুলোকে নিজের মনের ভিতর ভালোবাসার তাজমহল করার চেষ্টা করো। অার সারাজীবন বাবা/মা'কে ভালোবাসাো। .


লেখক: অারিফ মাহামুদ(কপি করা পোষ্ট)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mojar Sms ( মজার এস.এম.এস)

Friends Forever